Follow Us:
শারদীয়া সংখ্যা ১৪৩১ (Publish Date: 02 October 2024)

কিছু পরিবর্তন । সময়কে সাথে করে । নতুন ভাবে শুরু করা । একদিন একটি সিসার সাথে সিসা জুড়ে মুদ্রণ কাঠামো দিয়ে ছাপা হতো চৌকাঠ । এই মূদ্রণ পরিকাঠামোর মধ্যে দিয়ে অনেক বছর প্রকাশিত হয়েছে, কখনো নিয়মিত ভাবে কখনো অনিয়মিত । সেই অনিয়মিত অনেকটাগুলো দিন ছিল । তারপর আবার একদিন, অলোকের(অলোক গোস্বামী) অফিসে বসে শুরু হলো নতুন যাত্রা-পথ । এবার সেই যাত্রা পথের নতুন দিগন্তের উন্মোচন, যা কিনা বিশ্বব্যাপী পাঠকের কাছে পোঁছে দিতে অনলাইনে প্রকাশিত হলো চৌকাঠ । আশা করছি এই প্রয়াস পরিপূর্ণতার সাথে এগিয়ে নিয়ে যেতে পারবো । এটাই আমাদের কথা এবং এটাই আমাদের ইতিহাস ।