সম্পাদকীয়
বহুদিন ঠিক করে কথা হয়নি কারো সাথে । এখন কি হয় কারো কারো , ঠিকঠাক কথা । জীবন বদলের রূপরেখা নিয়ে ? কি জানি হয়তো হয়, অথবা হয় না । হলেও কি সেই ভাবে হয় ? এখন এই রকম ছোট ছোট জিনিসগুলো কেমন যেন অজানা কলমের মধ্যেই থেমে গেছে । নৈঃসঙ্গ্যবোধের বেদনা মনের গভীরতম ক্রিয়াহীন দৃস্টিভঙ্গির মধ্যেই হারিয়ে যায়, নিছকই খুব ক্লান্ত না হলে । অথবা রাগ ! অথবা ছেলেমানুসি অথবা নিথর পাথরের বুকে দাবানলের মতো হাতুড়ির ঘায়ে । যেখানে কেউ প্রতিহত করতে আসবে না । কেউ প্রতিরোধের আগুন জ্বালাবে না । অথবা মনের বেদনার্ত অনুভূতি-অনুসারিত কল্পনার মধ্যেই হারিয়ে যাবে । নির্মোহ-নিরপেক্ষতার আদলে শুধু নিজেকে গুটিয়ে নেওয়া । আশাভঙ্গের নিদারুণ যন্ত্রণাও যেন সামাজিক মাধ্যমের নগ্নতার সাথে হাতে হাত রেখে আদিম ছলাকলার মধ্যেই উচ্ছ্বাসের নৈতিক জীবন বলে মনে হয় ।
বিষয় ও ভাবনার পারস্পরিক ঘটনার সাথে নিজেকে আলাদা করার বুদ্ধিদ্বীপ্ত চেতনা শুধু আজকে নয়, হাজার বছর ধরেই বহন করে আসছি । শিক্ষার প্রাক-ঐতিহাসিক বিশ্লেষণ করে আসলে কি কি অর্জন করতে পারি , সেটা কখনো হিসাব বর্হিভূত হয় না, আবার হিসাবের সাথেও জড়ানো যায় না । সবটাই খাপছাড়া । খেপে খেপে কে যেন তুলে নিয়ে চলে গেছে , বা বলা যায় খাবলে নিয়েছে ।
“অরাজনৈতিক আন্দোলন” এখন বেশ বাজার পেয়েছে । আর তাকে তোল দিতে উঠে পড়ে লাগে বাজারী সংবাদ মাধ্যম । কিন্তু সেই মাধ্যমই আবার রাজনৈতিক প্রভুদের পাচনক্রিয়াতে সবার আগে এসে নাচতে থাকে । কারণ তারাও জানে অরাজনৈতিক আন্দোলন রাষ্ট্র-প্রভুদের চুল্কানি দিতে পারে শুধু । তার থেকে বেশি কিছু না । সুন্দর সুন্দর ভাষার অলংকারে ফুটিয়ে তোলে আমাদের মন । আর আমরা বিশ্বাস করতে শুরু করি । প্রতিদিন নতুন নতুন বিশ্বাস , আমাদের নিঃশ্বাসে এসেই শেষ হয়ে যায় । আর এগোতে পারিনা ।
“Civil disobedience becomes a sacred duty when the state becomes lawless or corrupt.”
অসুস্থ বোধ আর শব্দের বিচারবিভাগীয় কর্কশতা নিছক ছেলেখেলা ভেবে কত কোকিল স্থবির হয়ে যায় । পরিশীলিত শব্দের ধারাবিবরণী হারিয়ে ফেলে, উলটানো খেরোর খাতায় , তবু আকন্ঠ শব্দ বিন্যাস কখনো ভূমিষ্ঠ অন্ধকারকে পার করতে পারেনা, রাষ্ট্র তার সন্ত্রাসের বিন্যাস ছড়াতে কোথাও কার্পণ্য করে না, তিল তিল করে বছরের পর বছর প্রতিবাদী মানুষেরা জেলখানার গারদে হাত রেখে চেয়ে থাকে অন্ধকারে, প্রহসনের শিকার , ধর্মীয় প্রহসন । গণতান্ত্রিক প্রহসন । সামাজিক প্রহসন । সব একাকার করে দেয় রাষ্ট্রীয় প্রতিরোধ ।
“Politics is a science. You can demonstrate that you are right and that others are wrong.”
0 মন্তব্য
প্রদর্শন
আড়াল